Tuesday, May 25, 2010

জীবন খেলা

জানি খেলা শেষ হলে বেলাও রবেনা বসে ।
জ্বালিবে না কেউ জীবন প্রদীপ শূন্য দেবালয় পাশে ।
সেই চির আঁধার দেশে, রবো হিম সমাধিত মিশে
মন-বীনা আর গাহিবে না শত সুরে সুরে হেসে।
জীবনের যত ঋন প্রেম ভালবাসা, শুধু সক্লের তরে,
কথা খেলায় এই বেলা হায়, নিজেরে উজাড় করে,
বিলায়ে সকলি নিঃশেষে আমি তব সাথে নিমেষে
মিশে যাবো বঁধূ হেসে হেসে নতুন খেলার শেষে।।
আলিপুরদুতার, ২৮/৪/১৯৮৩

No comments:

Post a Comment