Thursday, May 27, 2010

সতিনী

তুই যেন লো সতিনী সম-
হিংসা চিতায় দহিছ জন্ম জনম।
যেতে বঁধু অভিসারে, বাঁধিস কায়টার ডোরে,
মরম কথায় ঢালিস বিষাদ সরম।।
জোছনা বাহু লতায় আমারে জড়ায়
আঁধার মেঘ হয়ে আবেশ ভাঙ্গায়
নয়নে রাখি নয়ন যখনি স্বপ্ন মগন
বাতায়নে বসে আসি নিলাজ ঘুম।
আমি তো ভূলেও কভু প্রনয় লীলায়,
সাধি নাই বাদ সখি আসি অসময়
চুপি কাঁদি একাকীনি ভেসেছি দিবস যামী
অভাগী বলে প্রবোধ মেনেছি জেনেছি সে সবার প্রিয়তম।

আলিপুরদুয়ার, ৩০।৪।১৯৮৩

No comments:

Post a Comment