Thursday, May 27, 2010

একা

সজনী! রজনী পোহালো বিফ০লে জাগি ।
বাসর শয়নে একা মিলন লাগি।।
তারাত গাঁথা মালা স্বাতীর টিপ,
জ্বালিয়ে সারা রাত চাঁদের দীপ
জোছনার ধারা স্নানে হয়ে অনুরাগী।।
খোলা ছিল দ্বার খানি আসন পাতি
বেজেছিল মনোবীনা মিলন গীতি
ভরা ছিল মধু বুকে স্বপন কাঁজল,
ক্লান্ত নিশিথীনি টানি মলিন আঁচল
অবশ চরনে চলে বিদায় মাগি।।

আলিপুরদুয়ার, ২৯/৪/১৯৮৩

No comments:

Post a Comment