ফেলরে খুলে অত্যাচারী দুঃশাসনের নকল সোনার কঠিন শিকল ।
দে গুড়িয়ে শ্রমিকের হাড়ে গড়ানো ঐ সুখের প্রাসাদ বিরাম স্থল।।
কৃ্তান্ত সব কুচক্রী দলে,
দে ফেলে দে প্রতিশোধের বহ্নি জ্বেলে
মরুক জ্বলে, শেষ হয়ে যাক
নষট ভ্রস্ট দুস্ট শাসক-কালো পোষাক-
নিপাত যাক - নিপাত যাক।
বিভেদ স্রস্টা বেনিয়া জাত ;
কবর দাও- বিস্মৃতির পাষান তলে, রক্ত লোভী রক্ত বীজের অসুর দলে।
শ্রমিকের ঝরা রক্ত ঘামে শান্তিতে রয় আরাম ঘুমে
ঘুম যেন তার আর না ভাঙ্গে।
আজি জনতার বিপুল উচ্ছাসে অত্যাচার সব যাক ভেসে
শান্তি মৈত্রীর বান আসুক শুস্ক মুখে ফুল ফ্যটুক।
আলিপুরদুয়ার, ১।৫।১৯৮৩
Thursday, May 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment