Sunday, May 23, 2010

বন্ধু

ধরা যখন তন্দ্রা মগন ক্লান্ত নিশীথ আঁধারে,
কে যেন সই মনোবীনায় ভৈ্রবী সুরে তান ধরে।
সুরের আগুন ছড়ি্যে দিলো সলাজ গোলাপ অরুন আলো
কাঁজল কালো রেশমী শাড়ী রাখে তুলে ঘুম ঘোরে ।
হাসির ঝিলিক ঝরে দশ দিক, নয়নে সঘন করুনা,
প্রেম শতদল ফুটিয়া উঠিল মিলন রাঙ্গা বরনা ,
কে গো বন্ধু দরদী ছদ্মবেশী সকল ভুলিয়া নিত্য আসি
বাজাও তোমার বাঁশের বাঁশী এমন আপন করে।

আলিপুরদুয়ার, ২৭/৪/১৯৮৩

No comments:

Post a Comment