Thursday, May 27, 2010

কেন

কেন স্নেহের আঁচল তুলে মোছায়ে বিষাদ জলে পলকে মুখ ঢাকিলে?
কেন প্রেমের প্রদীপ জ্বেলে আঁধার হৃদয় তলে সুদূরে পাল তুলিলে ?
কেন অলস খেলার ছলে নিশিথে ঘুম ভাঙ্গালে একাকিনী চলে গেলে?
কেন ফাগুন আগুন জ্বেলে মন-বন-তরু মূলে যমুনা কুলে ডুবিলে?
কেন ঊষার অরুন গালে আশার আবীর ঢেলে বিরহী সাজ পরিলে ?
কেন নীরব সমাধি তলে নুপুরের ধ্বনি তুলে আবার হারিয়ে গেলে ?
কেন শীতল এ দেহ দলে মিলন পরশ দিলে বিরহে নিজে ডুবিলে ?
বেশ তো ছিলাম সুখে অনাহত মরু-বুকে নিশি দিন গৃহ কাজে
তুমি তো নতুন সাজে সাজায়ে বাসর ঘরে রহিলে দূরে সরে।

আলিপুদুয়ার, ৩০/৪/১৯৮৩

No comments:

Post a Comment