Thursday, May 27, 2010

ভালবাসা

তোমার ভালবাসা লোভী রাহুর মত তিলে তিলে মারে মোরে।
ভুলায়ে সব কাজ হৃদয় ঝিনুক মাঝ রাখোগো বন্দী করে।
মোহন ছন্দ সুরে বাঁধি বীনার তারে
অনুক্ষন রঙ ভারে বাজাও পাগল করে
কথা হাসি সুধা ঢেলে কুতুহলে অবহেলে মাতাও এ অলিটিরে।।
রাঁধারে যেমন করে বাঁধিয়া প্রেম ডোরে
রেখেছো ছায়া করে আপন অন্তঃপুরে
নিঠুর দরদী পিয়া অলকে বসিয়া ধীরে চিত্ত মম নিলে হরে।।

আলিপুরদুয়ার, ৩০।৪।১৯৮৩

No comments:

Post a Comment