Wednesday, May 26, 2010

আকুতি

তুমি ক্ষনিক দাঁড়াও অভিমানিনী প্রিয়া ।
কেন চাঁদ মুখ ঢাকো মেঘের আঁচল দিয়া’’
পদ্ম পাতা আঁখিতে তোমার অশ্রু শিশির কাঁপে থর থর
কেন অধর পুটে উঠলো ফুটে রক্ত গোলাপ ছায়া।।
হৃদয় তোমার বৈশাখী ঝড়ে উথাল পাথাল করে
চকিত চরন কাঁটার আঁচড়ে কমল ঝরিয়া মরে
এলায়ে আঁচল এলোকেশ ছুটিয়া চলিছো পরদেশ
ব্লো কোন অভিমানে আমারে একেলা ফেলিয়া ।।

আলিপুরদুয়ার, ২৯/৪/১৯৮৩

No comments:

Post a Comment