মনের সোনার আসন পরে মানস প্রতিমার পূজা কর ।
সে চায়না রতন রাজ সিংহাসন যাচে বিশ্বাস-বেদী হৃদয় পরে।।
পেলে দিবি তাই কি আশায়, বনিক সুলভ ছলনায়
কামনা বাসনার থালায় অরঘ সাজাস তোর দেবতার ?
ভক্তি-নীরে আসক্তিরে অহং কারায় বন্দী করে,
ত্বমঃহি মন্ত্রে আপনারে নিবেওদনের ফুল উপহারে
উজাড় করে দে রাঙ্গা পায়, দয়াময়ী অসীম করুনায়
স্নেহের আঁচলে মোছাবে তোর সকল যাতনা দুঃখ ভার।।
শিলিগুরি, ২৭/৪/১৯৮৩
Tuesday, May 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment