এত গান এত কথা প্রানের এ আকুলতা, জানিনা কাহারে স্মরিয়া,
সারাদিন অনুক্ষন সুরে সুরে তনু মন , কেন ওঠে সই ভরিয়া।
ভূবন আমার আলো ঝল মল, বাতাসে কাঁপে ধারা টলমল
হিন্দোল সুরে হিল্লোল তরঙ্গে ওঠে কল্লোল, দোদুল দোলায় দুলিয়া।
দিল বাগে আজ ফুলের মেলা, মাতাল ভ্রমর গুঞ্জে,
উওতল হাওয়ায় জোছনা শরাবে, ছোটে মেঘ পুঞ্জে পুঞ্জে,
এলো বুঝি আজ মধু মাস, মনে জাগে তাই উচ্ছ্বাস
হৃদয় বাসর রাখা, অচেনা পিয়ার দেখা, শত রূপে নিই বরিয়া।।
আলিপুরদুয়ার, ২৮/৪/১৯৮৩
Tuesday, May 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment