Sunday, May 30, 2010

মায়া

শুভ্র বসনা দুরন্ত ললনা, লোলুপ রসনা শান্ত করোনা ?
তোমার কুহক জালে,চুম্বক অনলে, সদা পড়ে ঢলে, পতঙ্গ দলে ।
অনন্ত ক্ষুধার , জ্বলন্ত চিতার , নরম আহার, হৃদয় সবার ।
লীলায়িত অঙ্গে , হরসিত রঙ্গে, দাঁড়াও ত্রিভঙ্গে, সহচরী সঙ্গে ।
বহ্নি শিখা জ্বেলে, খেলার ছলে , ঝাঁপিয়ে পড়িলে, মৃত্যুর কোলে ।
ধূঁয়ার আঁড়ালে, নিজেরে লুকালে, তবু নয়ন জ্বলে , কামনা অনলে ।
নিজেরে দহিয়ে , সবার হৃদয়ে, গেলে হে জ্বালিয়ে , শেষ বিদায়ে
আলিপুরদুয়ার, ১/৫/১৯৮৩

No comments:

Post a Comment