Thursday, May 27, 2010

স্রোতধারা

হোক শুষক নদী বুক হোক স্রোত হারা
সে কি ভুলিতে পারে কভু শ্রাবনের ধারা ?
যে ছবে মনের কোনে গোপনে শত যতনে
আঁকি প্রেম অঞ্জনে কেমনে ঢাকি মুখ তারা ?
যে রাগিনী অনুরনি বাতাসের কানে
নীরব বাঁশিটিরে দেবে তা কেমনে ?
শত চোখের জলে তুলে ফেলা ফুল দলে
পাবে না ফিরে আর বৃন্ত সাহারা ।
হারানো অতীত মাঝে যা যেমন সাজানো আছে
জীবনেও বিনিময়ে হবে না হয় না সই অন্য ধারা।

আলিপুরদুয়ার৩০/৪/১৯৮৩

No comments:

Post a Comment