Monday, May 31, 2010

মিলন রজনী

কি জানি সময় হয়েছে কি হয় নি ।
এখন ও তো মধুপুরে বাঁশরীর সুরে সুরে, প্রিয়তম ডাকেনি ।
ভ্রমরের গুঞ্জন সই কুসুমের অঙ্গনে কই?
কোথা সে দিবাকর তিম্র রাতের পর অভিসারে আসেনি।
নদীর কানে কানে সাগরের আলাপন
চৈতী চাঁদনী রাতে, নুপুরের আবাহন,
ফালগুনী আলিঙ্গনে মাতাল সমীরনের
নেই বঁধূ চপলতা, তবু মানি এই কথা, আজি মিলন রজনী।
য়ালিপুরসুয়ার, ৪/৫/১৯৮৩

No comments:

Post a Comment