Wednesday, May 26, 2010

সাধ

কালো আঁখি তীরে ঝরে নিবেদনের জল ।
হৃদয় অরুন রাগে মেলে দেয় দল।
তাই তো পলাশ ফুল শোভে মার পদতল
কাঁদিয়া রক্ত দেওয়া হয় না বিফল।।
আমিও কাঁদিতে চাই অঝোর ধারায়
রক্ত ঝরাতে চাই চিরিয়া হৃদয়,
জনমের সাধ মোর হতে ফুল উপহার
লিটাতে ধূলির পরে যেথা বিছাও আঁচল ।।

আলিপুরদুয়ার, ২৯/৪/১৯৮৩

No comments:

Post a Comment