বুঝি এমনি মধুর নিঠুর খেলা,
আমারে লয়ে খেলিছো সারাবেলা
কখন আনন্দ অমৃত সুধায়, কখন বিষাদ দহন জ্বালায়
মিলন বিরহের আলো ছায়ার অন্ত-বিহীন লীলা/
অবহেলা ঘায়ে অনুরাগ নীরে, বাজাও আমারে আপন সুরে
দূরে ফেলে আবার লও কোলে তুলে, ভুলিয়ে রাখো শত রাঙ্গা ছলে
রহস্যময়ী প্রেমের তুমি চপলা কিশোরী বালা।
অঙ্গে জড়া্যে নিতি নব সাজ ভুলিয়ে দাও সকল কাজ
হেলা-ভয়-লাজ ফেলিয়া নিলাজ, প্রেম তরঙ্ক রঙ্গে সকাল সাঁঝ
নীরব ভাষায় ঝরা ফুল দলে গাঁথিয়া মালা।।
আলিপুরদুয়ার, ২৮/৪/১৯৮৩
Tuesday, May 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment