Tuesday, May 25, 2010

বাসর

পথ চলতে চলতে আমি থমকে গেছি ।
মায়াবী স্মরন খাঁচায় আমি বন্দী হয়ে আছি ।
ফাল্গুনি গোধুলি লগনে চোখে চোখ রাখি দুজনে
যবে মন বিনিময় নীরব ভাষায় করেছি ।
মুছেছি অতীত, ভুলেছি ভবিষ্যত, সেই দিন চির বরতমানে
দাঁড়ায়ে রয়েছি,অচল পাথারে কতদিন নেই মনে
মোর স্বপন এ ঘুম ঘোর, নিশি শেষে আর হবে না ভোর,
স্মরন- বীনে মিলন গীতি উঠিছে নাচি।
অনন্ত এ অভিসারে , পলক তিলেক নাহি সরে,
যেন চির নূতন বাসর শয্যায় জেগে আছি।।
মাল, ২৭/৪/১৯৮৩

No comments:

Post a Comment