Sunday, May 30, 2010

বাসনা

জয় করা মালা ভুল করে কেন ফেলে দিলে অনাদরে।
রঙ্গিন স্বপন যতন চয়নে কত অতন্দ্র প্রহরে ।
{আমি} গেঁতেছি এ ফুলহার পেরিয়ে মরু প্রান্তর
এসেছি অমিয় সাগর কিনারে তাপিত পিয়াসি অন্তরে।
নিবেদনের শতদল আজ নিঠুর উতলা বায়
রাতের রোদন শিশিরের মত অবেলায় ঝরে যায়
তোমার আকাশ বুকের মাঝে তারার প্রদীপ সকাল সাঁঝে
বাসনা মম যেন নিভে যায় একটি নিঃশ্বাস ভারে ।
মাল। ২৬।৪।১৯৮৩

No comments:

Post a Comment