Thursday, May 27, 2010

আশার সমাধি

আশার সমাধি আভাষ জাগে সাঁঝ আকাশে।
শুনি তার হাহাকার চৈতালী বাতাসে।
ভাষার বাঁধনে যারে বাঁধিতে চেয়েছি ধীরে
নীরবে সে চেঘে সরে অচেনা কোন দূর দেশে।
আশা ছিল ভাষা হয়ে ফুটে রব তব গানে
মালা হয়ে দোলা দেবো সুধা ঝরা মধু বনে
সে ইচ্ছার ইতিহাস করে শুধু পরিহাস
অনাদর অপমানে মরন ঘনায়ে আসে।।

আলিপুরদুয়ার, ৩০/৪/১৯৮৩

No comments:

Post a Comment