Thursday, May 27, 2010

ঞ্ছলনা

আমি বোকা বলে ভালো বলো ভালবাসা কভু নয়।
আমায় ভুলিয়ে রাখো ছলনায় {করি } মিছে প্রেম অভিনয়।।
নকল রুপের তুলি টানো শুকনো হাসির বন্যা আনো
তুমি চোখের কোলে বিজলি হানো যখনই সই দেখা হয়।।
বাসী ফুলের মিলন মালা গাঁথিয়া সাঁঝ সকালে
পথ ভোলা কোন পথিক এলে সাজায়ে দাও তার গলে,
বিদায় বেলায় লও খিলি দলিত মালার ফুলগুলি
রাঙ্গায়ে অনুরাগ রঙ্গে নব বঁ্ধু নিতি হয়।।

আলিপুরদুয়ার, ৩০/৪/১৯৮৩

No comments:

Post a Comment