Monday, May 31, 2010

ফাগুন

কেউ মানে, না মানে মোর মন তো জানে আজ মধূমাস।
হোক না বারিধারা কাঁদিয়া দিশাহারা সাগর বুকে তবু-প্রনয় উচ্ছ্বাস।
শীতের ঝরা পাতা ছড়াক বিরহ গাঁথা, সে রাগিনী বাঁধা জানি নতুন বিলাস ।
অলি যদি না আসে ফোঁটা ফুলের পাশে
কোকিল কুহু কুহু ডাকে না মুহু মুহু
চাঁদের জোছনায় আমারে না সাজায়
তবু জানি পরানে ফোঁটে ফুল গোপনে সেই তো ফাগুন সই-মিলন আভাষ ।

আলিপুরদুয়ার, ৪/৫/১৯৮৩

No comments:

Post a Comment