Thursday, May 27, 2010

খোঁজ

কি যে আমি আর কি যে নই;
তাই ভেবে সই আকুল হই।।
আমায় গড়িয়ে দাও হে যতন করে
নিজেরই মত অনুপম করে,
যেন আমাতে সই আমি খুঁজে পাই।
অন্য বিত্ত চাই আমি পর ধনের নই কাঙ্গাল
মম চিত্ত মাঝে আনন্দ লহরী তোলে ব্রজ রাখাল,
বাজাও মোরে সেই সে সুরে যে তানে সই বাঁধা রই।।
পথ ভোলা এ পথিকেরে দয়া করে হাতটি ধরে,
চিনিয়ে দে সে পথটিরে চলি আপন ছন্দে সুরে
আর কত কাল বিকল হয়ে পথের ধাঁধাঁয় মরি সই
বলে দে সে পথ নিশানা বল সই সে পথ কই ?

আলিপুরদুয়ার, ১।৫।১৯৮৩

No comments:

Post a Comment