Sunday, May 30, 2010

প্রনতি

ঊষার আলোয় নতুন জীবন নিত্য নব কলেবর।
নতুন সুরের অজানা বাহার হৃদয়-বীনার পর।
জীরন অত্তেত সমাধি পরে স্বপন কুসুম খেলা করে
আঁধার আগামী লাজে ভয়ে দূরে রহে চির অনাদর।
করুনা কিরন অমিয় ধারায় ঘুম ভাঙ্গা ভোরে সিনান করায়
আশীষ আবীরে দেহ তনু মন, আশায় মগন আমি অনুক্ষন
নীরব প্রনতি জনাই তোমারে হে প্রিয় বন্ধু আমার।
মাল। ২৬/৪/১৯৮৩

No comments:

Post a Comment