Thursday, May 27, 2010

বেলা শেষে

আমার যায় যে বেলা অবহেলায় সাগর বেলায় ঢেউ গুনে ।
ছল করি জল স্বপনের আঁচল ভরাই ঝিনুকে আনমনে ।
না মানি সমাজ লোক ভয় লাজ
ভূলি আন কাজ, সাগরের মাঝ
ডুবিয়া হৃদয় ভরানো হলো না রতন মনি সই যতনে।।
অলস স্বপনে খোলা বাতায়নে চেয়ে চেয়ে সেই পথ পানে
হতাশ নয়নে বিষাদ আনে বসিয়া রঙ্গিন জাল বুনে
হাওয়ার কানে বিলাপ কূজনে
যত গাহি গান ,সেকি তা শোনে?
সেই নিঠুর পরান জানি কোন দিন বহিবে না আর উজান পানে।
আলিপুরদুয়ার,৩০/৪/১৯৮৩

No comments:

Post a Comment