Monday, May 24, 2010

কামনা

আজি মিলন মধুর লগনে, কি হবে সই জেনে।
কি লেখা রয়েছে সেই , অজানা আগত দিনে।।
এই শুভ ক্ষন যেন স্মরন বীনায়
একই সুরে চিরদিন গন্ধ বিলায়
বিষাদ বালুকা যেন নাহি পড়ে ধারা জীবনে।।
শুধু এইটুকু সত্যি হোক, এই পরম পাওয়া
শত জনমের পরে , বাকী সব মিছে মায়া
হাসি ফুল বাসি যেন নাহি হয়
প্রখর দিনের তপত শিখায়
ঝড়ে যেন নাহি ঝরে এই লগন বিতানে।।
আলিপুরদুয়ার, ,২৬/৪।১৯৮৩

No comments:

Post a Comment