Wednesday, May 26, 2010

অভিমান

আঁখির দুয়ার খুলি কে তুমি স্মৃতির দীপ জ্বালিয়া,
প্রনয় মিলন মাখা পুরানো সে ইতিহাস খুলিয়া।
বৃন্তের বন্ধন খুলে অভিমানে গেছে চলে
বিরহী হিয়ায় রক্ত ঝরে ফুল পিয়ারে স্মরিয়া।
যমুনা আর বহে না সই উজান টানে
কোকিল কুহু ডাকে না মন উপবনে,
রাধা গাগরি ভরিয়া গেছে সুদূরে চলিয়া
আসবে না সই কুঞ্জ বনে আর ননদে ছলিয়া ।।
আলিপুরদুয়ার, ২৮/৪/১৯৮৩

No comments:

Post a Comment