Wednesday, May 26, 2010

বিরহ

ঝরা এ বাদল রাতে
তুমি নাই প্রিয়া, তুমি নাই মোর সাথে।
নাচিছে ময়ুর ডাকিছে বিহগ ফুটেছে বকুল মিলন রাগে
বিরহী একেলা জাগিছে বাসর নীদ হারা আঁখি পাতে।।
গুরু গুরু মেঘে দুরু দুরু হিয়া রহিয়া রহিয়া উঠিছে কাঁপিয়া
বিজুলী চমকে আশার বানী বাতাস নুপুরে শুনি পদধ্বনি
আমার মনের ভাষা হয়ে হায় বন কাঁদে তারি সাথে ।।

আলিপুরদুয়ার, ২৯/৪/১৯৮৩

No comments:

Post a Comment