Monday, May 24, 2010

মেঘ

ঝাপসা কেন আকাশী নয়ন বিষাদ বিধুর মেঘে ?
ধূসর বসন অলসে লুটায় উদাসীন অনুরাগে ।
প্রেমের কাঁজল আঁখি কোনে দূরের পাহাড় বরিষনে
পাথর ছড়ানো জীবন কুলে স্মৃতির তরঙ্গ জাগে।।
চাঁদের টিপ তারার মালা অবুঝ সবুজ মেখলা
যেন ঝরিয়া গিয়াছে হায় শোকাহত এই বেলা
বলো বালা বলো কার তরে পথ চেয়ে চোখে জল ঝরে
বাঁধো চুল মোছো জল চাহো আগে বঁধুর মূরতি জাগে।।
হাসিমারা, ২৭/৬/১৯৮৩

No comments:

Post a Comment